শামিকে জড়িয়ে ধরলেন মোদী। - BD News Times 24

Breaking

pop

Post Top Ad News

BMF

বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

শামিকে জড়িয়ে ধরলেন মোদী।

ছবি-সংগৃহীত

স্বপ্ন ভঙ্গ বিরাট দের বিশ্বকাপ ফাইনালে ভঙ্গ হয়েছে ভারতের কোটি ভক্তের আশা, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিলো ভারত দলকে, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সব হিসাব বদলে দিয়েছিলো অজিরা, ভারতের বিপক্ষে ৬ উইকেটে বিশ্বকাপ জিতেছে কামিন্স রা ,

 ছবি-সংগৃহীত


এইদিন বিশ্বকাপ ফাইনালে উপস্থিত ছিলেন সয়ং নরেন্দ্র মুদী , গেলারি তে বসে সমর্থকদের উদ্দেশে হাতও নাড়ান তিনি। ভারতের প্রধানমন্ত্রী এইদিন ম্যাচ শেষ হবার পর অস্ট্রেলিয়া দলকে শুভেচ্ছা জানাান পাশাপাশি রোহিত কোহলিদের হতাশ না হয়ে অনুপ্রানিত করতে এক টুইট বার্তা দেন ।





তাদের পারপামন্সে ভারতের সমর্থকরা গর্বিত বলেও জানান, এছারাও ভারতের সমর্থকেরা ইন্ডিয়ার ক্রিকেটের পাশে আছে বলেও আশ্বাস দেন ভারতের প্রধান মন্ত্রী। বিশ্বকাপ শুরু থেকে সেমিফাইনাল অব্দি সব ম্যাচ জিতলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে রোহিত কোহলিদের।

 ছবি-সংগৃহীত

স্বাভাবিক ভাবেই এই হার কোনো ভাবে মানতে পারছেনা ভারতের ক্রিকেটারা, তাই এইদিন ভারতের প্রধানমন্ত্রী শুধু টুইট বার্তাই দেননি তিনি ম্যাচ শেষে ডেসিং রুমে উপস্থিত হয়ে সয়ং শান্তনা দেন ভারতের ক্রিকেটার দের ।ক্রিকেটারদের পাশে বসেন মোদী তাদের জড়িয়েও ধরেন।

ফাইনালে ব্যাটিং বিপর্যয়ের পর মোহাম্মদ শামী ছিলেন ভারতের অন্যতম ভরসা। বিশ্বকাপের বল হাতে যাদু দিখিয়েছেন মোহাম্মদ শামী, ভারতের একাদশে বাতিলের খাতায় পরে যাওয়া শামী ৭ ম্যাচ খেলে নিয়েছেন ২৪ টি উইকেট। ফাইনালে হারের পর সেই শামী কে জড়িয়ে ধরেন নরেন্দ্র মোদী। দলের ভেঙ্গে পরা আত্ববিশ্বাস ফিড়িয়ে আনতে নরেন্দ্র মোদীর এমন কাজের জন্য টুইটারে ধন্যবাদ জানান মোহাম্মদ শামী।

ছবি-সংগৃহীত 
 ছবি-সংগৃহীত


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us