সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কাঠমুন্ডু থেকে ঢাকায় ফেরা সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
এ সময় উপদেষ্টা জানান, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনায় সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।
বুধবার কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় সাফ শিরোপা জেতে বাংলাদেশ। আজ সাফজয়ী দলটি দেশে পৌঁছালে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের মতিঝিলের বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলটিকে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
এদিকে, সাফজয়ী ফুটবল দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাফ জেতার স্বীকৃতি হিসেবে নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা দেবে বিসিবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you Your comments are very important to us, thank you for staying with us