![]() |
| ডা.আরিফুল ইসলাম |
ডা.আরিফুল ইসলাম। পিতা জনাব আফজাজুল হক। সাবেক চেয়ারম্যান ১ নং সাচার ইউনিয়ন।
মাতা: আনোয়ারা বেগম গ্রাম:রাগদৈল জন্ম ২২ জুন ১৯৯১।
শিক্ষাগত যোগ্যতা :দাখিল :রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা. এইচ এস সি : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।বি ডি এস: চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ। ডি ডি এস: চট্টগ্রাম মেডিকেল কলেজ ( অন- কোর্স) এম পি এইচ: বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।
সাংগঠনিক দায়িত্ব :
প্রধান সমন্বয়কারী,এন সি পি কচুয়া উপজেলা।
সামাজিক সাংগঠনিক দায়িত্ব:
সভাপতি : ১.দিশারি মাদক বিরোধী সামাজিক সংগঠন রাগদৈল।২.দিশারি ইয়াং স্পোর্টিং ক্লাব রাগদৈল ৩.প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আফজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশন বৃওি প্রকল্প। ৪.সাবেক বিদ্যোৎসাহী সদস্য :রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা। ৫.উপদেস্টা:রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা পালাখাল মডেল ইউনিয়ন।
আমি কচুয়া উপজেলা তে সামাজিক সংগঠন গুলো কে নিয়ে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ পরিচালনা করি।
মাদকবিরোধী ক্যম্পেইন পরিচালনা করি।
মানুষের বিপদ আপদে সাহায্য সহযোগিতা করি।
শীতবস্র বিতরণ কর্মসূচী পালন।ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল সেবা প্রদান করে থাকি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you Your comments are very important to us, thank you for staying with us