উদ্বেগ আতঙ্ক, স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না - BD News Times 24

Breaking

adop

Post Top Ad News

বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

উদ্বেগ আতঙ্ক, স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না

সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে মানবজমিনের প্রধান শিরোনাম, উদ্বেগ আতঙ্ক, স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না: বিজিএমনইএ সভাপতি ‘খবর- মানবজমিন


প্রতিবেদনে বলা হচ্ছে,  সমপ্রতি তৈরি পোশাক খাতের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে বাংলাদেশের ওপর সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রপ্তানিকারকরা।

বর্তমান এই সংকট উত্তরণে এ খাতের সব অংশীদারের সহযোগিতা চেয়েছেন বিজিএমইএ সভাপতি।

এরই মধ্যে দেশের তৈরি পোশাক পণ্যের বৈশ্বিক ক্রেতারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের ক্রয় আদেশে নতুন শর্ত যুক্ত করেছেন।

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর খুলশীতে স্টক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেছেন, বড় দুই বাজার থেকে নানা ধরনের চাপ আসছে।

‘ইউএস থেকে ইস্যু আছে আপনারা দেখেছেন যে প্রেসিডেন্ট বাইডেন মেমোরেন্ডাম সাইন করেছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ওরাও বাংলাদেশ ভিজিট করে গেছে, সেটারও প্রেশার। ক্রেতারা এরই মধ্যে ক্লজ দিয়ে গেছে যে,

স্যাংশন হলে পেমেন্টতো দূরের কথা তারা গুডস নেবে না, গুডস দিলেও পেমেন্ট দেবে না।এই ক্লজে আমাদের ব্যাংক এলসি খুলবে না।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us