সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধস, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু. - BD News Times 24

Breaking

pop

Post Top Ad News

BMF

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধস, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু.


সিরাজগঞ্জে ক্রেন দিয়ে সেতুর গার্ডার সরানোর সময় তা ধসে পড়ে। এসময় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বড় শিমুল পঞ্চসোনা এলাকায় নির্মাণাধীন বেসরকারি ইকোনোমিক জোনের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম জুবায়েল হোসেন (৩২)। সে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদুর রহমান মন্ডলের ছেলে । এ ঘটনায় আরও দুই জন শ্রমিক আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, ইকোনোমিক জোনের ভেতর নির্মাণাধীন একটি সেতুর ৩টি গার্ডার ধসে পড়েছে। সেখানে তিনজন শ্রমিক কাজ করছিল। তাদের মধ্যে দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে। পরে গার্ডারের নিচে চাপা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।  

সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, সেতুটি বাস্তবায়ন করছে প্রাণ আরএফএল গ্রুপের ঠকাদারি প্রতিষ্ঠান পিডিএল। নির্মাণ কাজ চলা অবস্থায় সেতুটির একটি গার্ডার কাত হয়ে ধ্বসে যায়। সম্পূর্ণ বালির উপর সেতুটি তৈরি এবং ভারী যন্ত্রপাতির ঘর্ষণে গার্ডারটি কাত হয়ে ধসে পড়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us