দলীয় প্রার্থিতা নিশ্চিত, মুখোমুখি বাইডেন-ট্রাম্প - BD News Times 24

Breaking

adop

Post Top Ad News

বুধবার, ১৩ মার্চ, ২০২৪

দলীয় প্রার্থিতা নিশ্চিত, মুখোমুখি বাইডেন-ট্রাম্প




আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ড্যামোক্র্যাট প্রার্থী হতে জো বাইডেনের দরকার ছিল এক হাজার ৯৬৮ প্রতিনিধির সমর্থন। 

মঙ্গলবার (১২ মার্চ) রাতে তিনি তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা এডিসন রিসার্চ। এর মধ্য দিয়ে গত ৭০ বছরের মধ্যে প্রেসিডেন্ট পদে দেশটিতে এই প্রথম সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্টের মধ্যে নির্বাচনী লড়াই হতে যাচ্ছে।

বিজ্ঞাপন 

বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য বাইডেনের প্রয়োজন ছিল ১ হাজার ৯৬৮ প্রতিনিধির সমর্থন। বর্তমান প্রেসিডেন্ট তা পেয়েছেন। 

শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় আগামী নভেম্বরের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্টই যে ডেমোক্রেটদের প্রার্থী হচ্ছেন, সেটা অনেকটা নিশ্চিতই ছিল। মঙ্গলবার জর্জিয়ার প্রাইমারি শেষে যা চূড়ান্ত হয়েছে। রাজ্যটিতে কাঙ্ক্ষিত ডেলিগেটদের সমর্থন আদায় করেছেন বাইডেন। এবার বেশিরভাগ প্রাইমারি ও ককাসেই জিতেছেন বর্তমান প্রেসিডেন্ট। 

বিজ্ঞাপন 

অন্যদিকে, রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পাওয়ার বিষয়টিও অনেকটা পূর্বনির্ধারিত হয়ে গেছে। গত সপ্তাহে ‘সুপার টুয়েসডে’তে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৫ অঙ্গরাজ্যের মধ্যে ১৪টিতেই জেতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us