সচল হলো ফেসবুক-মেসেঞ্জার-ইনস্টাগ্রাম - BD News Times 24

Breaking

adop

Post Top Ad News

বুধবার, ৬ মার্চ, ২০২৪

সচল হলো ফেসবুক-মেসেঞ্জার-ইনস্টাগ্রাম

প্রায় ১ ঘন্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক, মেসেঞ্জার। মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া দশটার পর বাংলাদেশের ব্যবহারকারীরা এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারেন। তারও কিছুক্ষণ পরে ইনস্টাগ্রামেও প্রবেশ করা যাচ্ছে।

হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর মেটার এই তিন সামাজিক যোগাযোগমাধ্যম ফিরে এলেও তাৎক্ষণিক সব ফিচার সুবিধা মিলছে না। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম।

মঙ্গলবার রাত ৯টার পর হুট করেই ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম নিষ্ক্রিয় হয়ে পড়ে। তখন বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম লগইন করতে পারছিল না। এমনকি ফেসবুক-ইনস্টাগ্রামে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট দেখাচ্ছিল। এছাড়া মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান করা না গেলেও কল দেয়া যাচ্ছিল।

তবে, এ সমস্যা কেবল বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এ সমস্যা দেখা গেছে বলে ব্যবহারকারীদের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ সময় এ ধরনের জটিলতা দেখা যায়নি। অন্যগুলোতে কী কারণে এ ত্রুটি দেখা দিয়েছে, তা এখনও জানা যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us