মিয়ানমারের বন্দর শহর দখলের দাবি বিদ্রোহীদের - BD News Times 24

Breaking

adop

Post Top Ad News

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মিয়ানমারের বন্দর শহর দখলের দাবি বিদ্রোহীদের


মিয়ানমারের গুরুত্বপূর্ণ বন্দর শহর পাউকতাও দখলের দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় এ শহরটি দখলের দাবি করে গোষ্ঠীটি। খবর এএফপি ও এনডিটিভির।

গত দুই মাসের বেশি সময় ধরে এলাকাটিতে দেশটির জান্তা বাহিনীর সাথে লড়াই করছে আরাকান আর্মি। শহরটিতে প্রায় ২০ হাজার বাসিন্দা রয়েছে।

আরাকান আর্মি জানায়, শহরটির বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে তারা। এর আগে, গত নভেম্বরেও শহরটির আংশিক দখল নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

উল্লেখ্য, গত অক্টোবর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে জান্তা প্রশাসনের সাথে বিদ্রোহীদের লড়াই চলছে। ইতোমধ্যে, দেশটির সেনাশাসিত সরকার বেশকিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us