গাইবান্ধা-৫ আসনের সাঘাটা উপজেলায় নৌকার মাহমুদ হাসান রিপন ও স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর সমর্থকদের মাঝে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গুড়িদহ ইউনিয়নের বটতলী বাজারের কমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোটগ্রহণ চলাচলে কেন্দ্রের বাইরে হঠাৎ করে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের সমর্থক দেশীয় অস্ত্র ও লাঠি হাতে নিয়ে উত্তেজিত হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কথা বলতে চায়নি কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশের কেউ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you Your comments are very important to us, thank you for staying with us