সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রতিষ্ঠানটিতে।
শিক্ষার্থীরা জানায়, রোববার রাতে এলাকাবাসীকে জড় হওয়ার জন্য বিভিন্ন মসজিদ থেকে মাইকে ঘোষণা দেয়া হয়। গ্রামবাসী জড়ো হয়ে এক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানটির আবাসিক ভবনে গিয়ে ভাঙচুর চালায়। এসময় আহত হন কয়েকজন শিক্ষার্থী। তবে, গ্রামবাসীর দাবি,শিক্ষার্থীদের হামলা প্রতিহত করতেই তারা একত্রিত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
শিক্ষার্থীরা জানায় গত ২৩ অক্টবর হাসিবুল হাসান অন্তর নামে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ছাত্র কে অপহরণের পর মারধর করা হয়, চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মৃত্যু হয় তার। এর পর থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you Your comments are very important to us, thank you for staying with us