লক্ষ্মীপুরে দুটি পিস্তলসহ এক যুবক আটক। - BD News Times 24
by SM Billal Hossain

Breaking

pop

Post Top Ad News

BMF

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

লক্ষ্মীপুরে দুটি পিস্তলসহ এক যুবক আটক।


লক্ষ্মীপুরে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে অস্ত্রসহ তাকে ছাত্রজনতা আটক করে।পরবর্তীতে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আটক হওয়া যুবক স্থানীয় বাসিন্দা মো. হারুনের ছেলে বলে জানা যায়।


পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি-ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়। এসময় তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল ধরা পড়ে। এসময় তার কাছ থেকে রিভলভার ও নাইন এম এম নামে দুটি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে যুবক ও অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেন।


সদর থানার এস আই আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us