১৫ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত বান্দরবানের বগালেক ও কেওক্রাডং। - BD News Times 24

Breaking

adop

Post Top Ad News

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

১৫ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত বান্দরবানের বগালেক ও কেওক্রাডং।

প্রায় ১৫ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো বান্দরবানের বগালেক ও কেওক্রাডং।

ছবি : সংগৃহীত।

পাহাড়ের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে আবার। ভরা মৌসুমে নিষেধাজ্ঞা তুলে দর্শনীয় এসব স্পট খুলে দেয়ায় খুশি সংশ্লিষ্টরা। ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরাও।

প্রথমে করোনা, এরপর পাহাড়ে রক্তক্ষয়ী সংঘাত, ঝড়-বৃষ্টি বন্যা আর পাহাড়ধস, সব মিলিয়ে কঠিন সময় পার করেছে বান্দরবানের মানুষ। যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাতও।

অবশেষে স্বমহিমায় ফিরছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের এ জনপদ। সড়ক ও অবকাঠামো সংস্কার ও আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটক ভ্রমণের জন্য দীর্ঘ ১৫ মাস পর উন্মুক্ত করা হয়েছে রুমার পর্যটন স্পট বগালেক ও কেওক্রাডং। ফলে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। তবে এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি তাদের অনেকেই।

নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরই দূরদুরান্ত থেকে আসছেন পর্যটক। 

নিরাপত্তা বাড়িয়ে সব পর্যটন স্পট উন্মুক্ত করে দেয়ার দাবি সবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us