আমেরিকা যাকে ইচ্ছা নিষেধাজ্ঞা দিতে পারে: পররাষ্ট্রমন্ত্রী - BD News Times 24

Breaking

pop

Post Top Ad News

BMF

রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

আমেরিকা যাকে ইচ্ছা নিষেধাজ্ঞা দিতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

 


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা স্যাংশনের দেশ। ওরা চাইলে যে কাউকে স্যাংশন দিতে পারে। ওরা বড় লোক। কিন্তু আমরা আমাদের মতো কাজ করে যাবো। বাস্তবতার দিকে তাকিয়ে আমরা কাজ করবো।

রোববার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আমেরিকা প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, আমরা একদিনে আমেরিকা হতে পারব না। তারা (যুক্তরাষ্ট্র) মনে করে বাংলাদেশ একদিন আমেরিকায় পরিণত হবে। হঠাৎ বড় লোকের কথা বললে অবাক হওয়ার মতো ব্যাপার মনে হয়।

আমেরিকার সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের তুলনা করে তিনি বলেন, আমেরিকার অর্থনৈতিক উন্নয়নের কথা আমরা জানি। সেদিক থেকে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে আমাদের কর্মীরা আমেরিকার চেয়ে অনেক ভালো। এখন তাদের (যুক্তরাষ্ট্র) মাথাপিছু আয় ৬৫ ​​হাজার ডলার। আর আমার ২ হাজার ৮০০ ডলার। সে তুলনায় আমার কর্মীরা অনেক ভালো।

যুক্তরাষ্ট্র থেকে নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা আসবে কি না এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমি জানি না। এটা অন্য দেশের এখতিয়ার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us